আসসালামুলাইকুম,
গাড়ীর মালিকানা পরিবর্তন ফি-2023
আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম বিআরটিএ তে গাড়ীর মালিকানা পরিবর্তন কোন গাড়ীতে কত ফি।
অত্যন্ত গুরুর্ত্বপূর্ন একটা বিষয়। বাংলাদেশের একটা বড় অংশই বর্তমানে পুরাতন গাড়ী ক্রয় করে থাকে কারন পুরতন গাড়ী ক্রয় করা কম বেশি মানুষের সাদ্ধের মধ্যে থাকে । বিকন্ডিশন গাড়ী/ব্যান্ড নিউ ক্রয় করা এটা মুষ্টিমেয় কিছু লোকের দ্বারা সম্ভব।
AZAD TRADING |
তাই বর্তমানের যারা পুরাতন গাড়ী ক্রয় করেছেন বা করছেন ভাবছে তাদের জন্য এই বিষয় টি অত্যান্তগুরুত্বপূর্ন । পুরতন গাড়ী ক্রয় করলে ঐ গাড়ীর মালিকানা পরিবর্তন করতে হয়। মালিকানা পরিবর্তন করা ছাড়া অন্যের নামের গাড়ী চালানো অনেক ঝামেলার ব্যাপার। তাই মালিকানা পরিবর্তন করতে গেলে আপনাদের কত টাকা সরকারী ফি দিতে তার একটি লিস্ট নিতে তুলে দেওয়া হল ।
আর এই লিস্টের বাইরে অনেক সময় অন্যান্য আরো 2 /1 টা খাতে টাকা আসতে পার। যেমন কন্টিবিউশন ফি, অন্যান্য বিষয়ে আসতে পার। তবে ঐটা সম্পুর্ন ভিন্ন্য বিষয় কারন আপনার পূর্বে যদি কোন প্রকার বকেয়া থাকে, তবে ঐ গুরো চলে আসবে এবং আপনাকে দিতে হবে কম বেশি করার কোন সুযোগ নাই।
আর এই ফি জমা দেওয়ার জন্য আপনাকে যে কাজ টি করতে হবে সেটা হল MAIN MANU থেকে BSP PORTAL এর পর BANK LIST অপশনে যেতে হবে। এর পর কোন কোন কোন ব্যাংক, কোন শাখা বিআরটিএ এর টাকা জমা নেয় তা জানতে পারবেন।
গাড়ীর মালিকানা পরিবর্তন ফি-2023