International Driving Permit Form

0

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট।


ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল অবশ্যাই লোকাল একটি ড্রাইভিং লাইন্সেস থাকতে হবে অর্থাৎ বাংলাদেশের  একটি ড্রাইভিং লাইন্সেস থাকতে হবে। 

এর পর আপনার লোকাল যে লাইন্সেস টি থাকবে সেটির ফটোকপি অবশ্যাই সত্যায়িত থাকতে হবে। 

এরপর থাকতে হবে বাংলাদেশি একটি পাসর্পোট এবং পাসর্পোটের একটি ফটোকপি দিতে হবে। 

জাতীয়পরিচয় পত্র এর ফটোকপি দিতে হবে।

2 টা পাসর্পোট সাইজের ছবি ও 4 টা স্টাম্প সাইজের ছবি দিতে হবে।

তারপর একটি ফর্রম পুরন করতে হবে (সবগুলো অবশ্যাই বড় হাতের অক্ষর দিতে পূরণ করতে হবে )
আর ফর্রম টি নিচে দেওয়া হল।। 

সেখান থেকে ফর্ম টি ডাউনলোড করে পূরণ করবেন। 




তাদের জন্য International Driving Permit Form নিচে দেওয়া হল >>>>>>>>>>>>>>>>>>>>>
Click Photo For Details

 1. Application Form ( সাদা কাগজে প্রিন্ট করতে হবে )
Please Click Download Button for DOWNLOAD


এর পর বর্তমানে আরেকটি বিষয় হলো যদি কোন লোক তার নিজের পেপার ছাড়া অন্য কোন লোকের পেপার নিয়ে যায়। যেমন আপনার বাবা/ভাইয়ের কাজ আপনি করবেন সে ক্ষেত্রে আপনাকে অবশ্যাই একটি অনুমতি পত্র অর্থাৎ অথোরাইজেশন নিয়ে যেতে হবে। আর যদি নিজের কাজ নিজে করেন তাহলে লাগবে না। 

আর এই অনুমতি পত্র / অথোরাইজেশন পেপারের নমুনা নিচে দেওয়া হল। 

2. Authorized Form ( সাদা কাগজে প্রিন্ট করতে হবে )
Please Click Download Button for DOWNLOAD


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)